শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে অর্ধকোটি টাকার কাজ ফেলে উধাও হয়েছে ঠিকাদার। এ ঘটনায় রাস্তার কাজ না করে এলজিইডি’র যোগসাজশে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত রবিবার (২৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা শাখার উপ-সহকারী পরিচালক বাসেদ আলী বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।

মামলায় টাঙ্গাইল জেলার এলজিইডি’র সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে প্রধান কার্যালয়ের মনিটরিং ও মূল্যায়ন শাখার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুরের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাইনুল হক, মেসার্স ফ্রেন্ডস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শহীদুর রহমান খান এবং মেসার্স সৈয়দ মজিবর রহমানের স্বত্ত্বাধিকারী সৈয়দ মজিবর রহমানকে আসামি করা হয়েছে।

এ মামলায় এলজিইডি’র কর্মকর্তাদের সাথে যোগসাজশে ঠিকাদার কাজ না করেই ৫২ লাখ ৫৯ হাজার ১০৭ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

জানা যায়, নাগরপুর উপজেলার গয়হাটা ও দপ্তিয়র ইউনিয়নের ২টি কাজ শেষ না করেই উধাও ঠিকাদার ও প্রকৌশলী। বিষয়টি নিয়ে দুদক তদন্ত করে। তদন্তে দুদক প্রাথমিকভাবে সত্যতা পায়। এর প্রেক্ষিতে দুদক মামলা দায়ের করেন। 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এমআরআরআইডিপি প্রকল্পের আওতায় দপ্তিয়ার ইউনিয়ন পরিষদ থেকে তেবাড়িয়া রাস্তার ১ হাজার ৬০০ মিটার বিটুমিন/পিচ ঢালাই (বিসি) এবং ৩ টি বক্স কালভার্ট নির্মাণের জন্য ২০১৯ সালের আগস্ট মাসে কাজ শুরু করে ১ বছরে শেষ করার জন্য ২ কোটি ২০ লাখ টাকা নির্ধারন করে এলজিইডি’র সাথে চুক্তিবদ্ধ করে টাঙ্গাইল শহরের পাড় দিঘুলিয়ার ফ্রেন্ডস কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

পরে কিছু নিম্নমানের খোয়া ফেলে ঠিকাদার আর আসেনি। রাস্তার কাজও সমাপ্ত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজে পারস্পরিক যোগসাজশে রাস্তার কাজ না করেই ৩১ লাখ ১ হাজার ৫৯১ টাকা আত্মসাৎ করেন।

নাগরপুর-দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র নিজ ইউনিয়ন ও মামার বাড়ি, গয়হাটা ইউনিয়নে একই প্রকল্পের আওতায় ৩.৬২ কিলোমিটার রাস্তার কাজ অসমাপ্ত রেখেই উধাও ঠিকাদার। 

গয়হাটা থেকে ভারড়া রাস্তায় পিচ ঢালাই (বিসি) করার জন্য ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু করে ১ বছরে শেষ করার জন্য ৪ কোটি ৪০ লাখ টাকায় করে এলজিডি’র সাথে চুক্তিবদ্ধ হয় সৈয়দ মুজিবুর রহমান এন্ড অবনী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার হেকমত শিকদার। এ কাজে ২১ লাখ ৫৭ হাজার ৫১৬ টাকা আত্মসাৎ করে।

দুদক সূত্র আরও জানান, প্রকল্পের কাজ আংশিক বাস্তবায়ন করে কাজের চূড়ান্ত বিল উত্তোলন করার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এছাড়া, বাস্তবায়িত আংশিক কাজে নিচের বালুর স্তর ঠিক পাওয়া গেলেও খোয়া-বালু থিটনেস অনেক কম এবং নিম্নমানের খোয়া পাওয়া যায়। অপর প্রকল্পে, আংশিক কাজ করে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত বিল প্রদান করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালক নূর আলম বলেন, মামলার চার্জশীট দেয়ার কাজ প্রক্রিয়াধীন। দ্রুত দেয়া হবে।

স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা

সম্পর্কিত সংবাদ

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইল

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

টাঙ্গাইল

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

বাংলাদেশ

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...

ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ঘাটাইল

ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিৎ পাল ছুটিতে আছেন। তবে ঘাটাইল আলোক হেলথ কেয়ারে বিকেল সাড়ে ৪টায় বসবেন বলে জানান ওই হেলথ কেয়ারে...

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

বিশ্ব

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দল আরব...

'অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রকাঠামোই জাতীয়তাবাদের উপহার'

রাজনীতি

'অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রকাঠামোই জাতীয়তাবাদের উপহার'

এই জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হলে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখতে হলে ভারতীয় সেবাদাস ফ্যাসিস্ট গোষ্ঠীটিকে পরাজিত করার...